⭕4 বছর আগে 2থেকে 5লাখ ইনকাম করলে 10% ইনকাম ট্যাক্স দিতে হত এখন 5% দিতে হয়..
⭕4 বছর আগে 2.57 কোটি ট্যাক্স দিতো এখন 5.47 কোটি মানুষ ট্যাক্স দিচ্ছে..
⭕4 বছর আগে রেস্টুরেন্ট এ খেলে 13%-28% ট্যাক্স দিতে হত, এখন 5% ট্যাক্স দিতে হয়।
⭕4 বছর আগে, হোমলোন ইন্টারেস্ট ছিলো 10.5% এখন 8.65%
⭕4 বছর আগে 1GB 3G ডেটা কিনতে 250টাকা দিতে হত, এখন 1GB 4G ডেটা 5 টাকা
⭕4 বছর আগে, সস্তার ওষুধ আয়ুষমান ভারত ছিলো না।
⭕4 বছর আগে, মূল্যবৃদ্ধির হারছিলো দুই সংখ্যার উপরে, এখন মূল্যবৃদ্ধির হার 5 শতাংশের ও কম। খাদ্যশস্যর দাম নিজেরাই যাচাই করুন।
⭕4 বছর আগে, 17টি ভিন্ন ইনডাইরেক্ট ট্যাক্স ছিলো, এখন শুধু GST.
⭕4 বছর আগে, ভারতের অর্থনীতি আন্তর্জাতিক ভাবে সবচেয়ে ভঙ্গুর তালিকাভুক্ত হয়েছিল, এখন BAA3 মজবুত গ্রুপে।
⭕4 বছর আগে, ভারতে ব্যাবসাতে লগ্নীর মাপকাঠি ছিলো 160 এ, এখন সবচেয়ে নির্ভরযোগ্য গ্রুপে এবং 99 স্থানে
⭕4 বছর আগে, রিয়েল এস্টেট এ কম্পানির ইচ্ছামত কাজ হতো, এখন RERA নিয়ম মেনে পূর্বনির্ধারিত সময়েই কাজ সারতে হবে।
⭕4 বছর আগে, ডাক্তারি পড়ার জন্যে আলাদা আলাদা হাজারটা পরীক্ষা হতো, এখন একটিই NEET পরীক্ষা।
⭕4 বছর আগে, পাসপোর্ট তৈরীতে সময় লাগত 4/5 মাস এখন মাত্র একমাস এবং অনলাইনেও আবেদন করা যায়।
⭕4 বছর আগে, হাইওয়ে তৈরী হতো কচ্ছপ গতিতে, এখন প্রতি বছর আগের বছরের থেকে 70% শতাংশ করে কাজ বেশী হচ্ছে।
⭕4 বছর আগে, এতো ফেসবুক/ট্যুইটারে মানুষের প্রতিবাদ হতোনা সরাসরি নেতাদের সাথে যোগাযোগ ও হতো না।
⭕4 বছর আগে, দেশকে স্বচ্ছ রাখার জন্যে কেউ আন্দোলন করত না। এখন স্বচ্ছভারতকে চীন ও অনুসরণ করছে।
⭕4 বছর আগে জীবনদায়ী ওষুধ এর দাম গভর্মেন্ট নিয়ন্ত্রন করত না। এখন করা হচ্ছে।
🔴সমস্যা হলো আমাদের মতো #আম_জনতা গ্যাসের দাম আর পেট্রোল নিয়ে আলোচনায় ব্যাস্ত যদিও গ্যাসের ভর্তুকি ব্যাঙ্ক আকাউন্টে ফেরত আসছে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেমন — জনধন যোজনা, উড্ডান, স্বচ্ছভারত, জিএসটি, বেটি বাঁচাও, মুদ্রা লোন, এসব নিয়ে কেউ ভাবেন কি!!
🔴প্রচুর দেশদ্রোহী ও দেশবিরোধী চিহ্নিত হয়েছে।
🔴🔴#সবচেয়ে_গুরুত্বপূর্ণ এই চার বছরে ভারত বিদেশ থেকে কোন লোন নেয়নি, সমস্ত পূর্ববর্তী সরকারের করা ঋন শোধ করেছে।
🔴🔴🔴এই চার বছরে অন্তত সারাবিশ্ব জানতে পেরেছে ভারতের প্রধানমন্ত্রী কে এবং তিনি কি করতে চলে।