4 বছর আগে 2থেকে 5লাখ ইনকাম করলে 10% ইনকাম ট্যাক্স দিতে হত এখন 5% দিতে হয়..
4 বছর আগে 2.57 কোটি ট্যাক্স দিতো এখন 5.47 কোটি মানুষ ট্যাক্স দিচ্ছে..
4 বছর আগে রেস্টুরেন্ট এ খেলে 13%-28% ট্যাক্স দিতে হত, এখন 5% ট্যাক্স দিতে হয়।
4 বছর আগে, হোমলোন ইন্টারেস্ট ছিলো 10.5% এখন 8.65%
4 বছর আগে 1GB 3G ডেটা কিনতে 250টাকা দিতে হত, এখন 1GB 4G ডেটা 5 টাকা
4 বছর আগে, সস্তার ওষুধ আয়ুষমান ভারত ছিলো না।
4 বছর আগে, মূল্যবৃদ্ধির হারছিলো দুই সংখ্যার উপরে, এখন মূল্যবৃদ্ধির হার 5 শতাংশের ও কম। খাদ্যশস্যর দাম নিজেরাই যাচাই করুন।
4 বছর আগে, 17টি ভিন্ন ইনডাইরেক্ট ট্যাক্স ছিলো, এখন শুধু GST.
4 বছর আগে, ভারতের অর্থনীতি আন্তর্জাতিক ভাবে সবচেয়ে ভঙ্গুর তালিকাভুক্ত হয়েছিল, এখন BAA3 মজবুত গ্রুপে।
4 বছর আগে, ভারতে ব্যাবসাতে লগ্নীর মাপকাঠি ছিলো 160 এ, এখন সবচেয়ে নির্ভরযোগ্য গ্রুপে এবং 99 স্থানে
4 বছর আগে, রিয়েল এস্টেট এ কম্পানির ইচ্ছামত কাজ হতো, এখন RERA নিয়ম মেনে পূর্বনির্ধারিত সময়েই কাজ সারতে হবে।
4 বছর আগে, ডাক্তারি পড়ার জন্যে আলাদা আলাদা হাজারটা পরীক্ষা হতো, এখন একটিই NEET পরীক্ষা।
4 বছর আগে, পাসপোর্ট তৈরীতে সময় লাগত 4/5 মাস এখন মাত্র একমাস এবং অনলাইনেও আবেদন করা যায়।
4 বছর আগে, হাইওয়ে তৈরী হতো কচ্ছপ গতিতে, এখন প্রতি বছর আগের বছরের থেকে 70% শতাংশ করে কাজ বেশী হচ্ছে।
4 বছর আগে, এতো ফেসবুক/ট্যুইটারে মানুষের প্রতিবাদ হতোনা সরাসরি নেতাদের সাথে যোগাযোগ ও হতো না।
4 বছর আগে, দেশকে স্বচ্ছ রাখার জন্যে কেউ আন্দোলন করত না। এখন স্বচ্ছভারতকে চীন ও অনুসরণ করছে।
4 বছর আগে জীবনদায়ী ওষুধ এর দাম গভর্মেন্ট নিয়ন্ত্রন করত না। এখন করা হচ্ছে।
সমস্যা হলো আমাদের মতো #আম_জনতা গ্যাসের দাম আর পেট্রোল নিয়ে আলোচনায় ব্যাস্ত যদিও গ্যাসের ভর্তুকি ব্যাঙ্ক আকাউন্টে ফেরত আসছে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেমন — জনধন যোজনা, উড্ডান, স্বচ্ছভারত, জিএসটি, বেটি বাঁচাও, মুদ্রা লোন, এসব নিয়ে কেউ ভাবেন কি!!
প্রচুর দেশদ্রোহী ও দেশবিরোধী চিহ্নিত হয়েছে।
#সবচেয়ে_গুরুত্বপূর্ণ এই চার বছরে ভারত বিদেশ থেকে কোন লোন নেয়নি, সমস্ত পূর্ববর্তী সরকারের করা ঋন শোধ করেছে।
এই চার বছরে অন্তত সারাবিশ্ব জানতে পেরেছে ভারতের প্রধানমন্ত্রী কে এবং তিনি কি করতে চলে।