আমাদের আদিপিতা মনু―এজন্য আমরা মানুষ।মনু যেহেতু ব্রাহ্মণ ছিলেন,কাজেই তার প্রতিটি সন্তান অর্থাৎ সমস্ত হিন্দুই ব্রাহ্মণ।
টানা সাড়ে পাঁচশত বছর বিদেশী শাসনের পর, অষ্টাদশ শতকের মধ্যভাগে ভারতবর্ষে যখন (ভূমিপুত্র) মারাঠা সাম্রাজ্যের উত্থান ঘটে, তখন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ শাহ মহম্মদ ওয়ালীউল্লাহ বিরাট ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন। অপ্রতিরোধ্য ব্রাহ্মণ জেনারেল বাজীরাও বল্লাল ভট্টের নেতৃত্বাধীন মারাঠা বাহিনী যখন বিদেশী দখলদারদের বিরুদ্ধে একের পর এক অসম যুদ্ধে অবিশ্বাস্য বিজয় অর্জন করে, সমগ্ৰ ভারতভূমিতে ভূমিপুত্রদের শাসন …