আরবের দুর্গা আল্ উজ্জা
আরবের দুর্গা আল্ উজ্জা ‘রব অল কাবা ‘ বা কাবার দেবতা ছিলেন আল্লাহ। আর আল্ উজ্জা, আল্ নাত ও মানাত হলেন আল্লাহর তিন কন্যা। (১) মক্কার কেনানা গোত্রের লোকেরা আল্ উজ্জার উপাসনা করতেন। যার নামের অর্থ সর্বশক্তিমান। অনেক গবেষক উজ্জাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেন। উজ্জার বেদীতে নরবলি দেওয়া হত।(২) আল্ কালবীর মতানুযায়ী আল্ উজ্জা …