কৃষ্ণ বাণী

কৃষ্ণ বাণী: আপনাকে সিন্ধান্ত নিতে হবে,শান্তিতে থাকবে নাকি নিজের মাটি দখলের জন্য লড়াই করবে?

কৃষ্ণ বাণী: আপনাকে সিন্ধান্ত নিতে হবে,শান্তিতে থাকবে নাকি নিজের মাটি দখলের জন্য লড়াই করবে? মহাভারতের প্রথমে কৃষ্ণ দুর্যোধনের দরবারে গেছিল এই প্রস্তাব নিয়ে কি আমরা যুদ্ধ চাইনা, শুধুমাত্র পান্ডবদের ৫টা গ্রাম দিলেই হবে, তাহলেই পান্ডবেরা শান্তিতে বসবাস করবে আপনাকে কিছু বলবে না ।

 

এটা শোনার পর একজন বলল- আচ্ছা, যদি এই প্রপোজাল দুর্যোধন অ্যাকসেপ্ট করে নিতো তো তাহলে কি হত? আমি বললাম- দুর্যোধন কোনদিনও এটা অ্যাকসেপ্ট করত না কৃষ্ণ সেটা জানত. . . . কৃষ্ণ শুধু পান্ডবদের এটাই দেখানোর জন্য গেছিল যে দুর্যোধন আপোষ করতে রাজী নয়,

 

তাই যে কোনো পরিস্থিততে পান্ডবদের কে যুদ্ধ করতেই হবে. . . . অর্জুন যুদ্ধ নিয়ে চিন্তিত থাকলেও দুর্যোধন ঠিক করেই নিয়েছিল যে পান্ডবদের সাথে যুদ্ধ করতেই হবে যে কোনো মূল্যে. . . . . হিন্দুদেরকেও আজ ভাবতে হবে যে তারা শান্তিতে থাকবে নাকি নিজের মাটি দখলের জন্য লড়াই করবে?

 

যদিও হিন্দুদের কাছে আজ শান্তিতে বসবাস করার আর কোনো দ্বিতীয় অপশন নেই. . . . হিন্দুরা শান্তির জন্য দেশ টুকরো করতেও সম্মতি দিয়েছিল ১৯৪৭ সালে. . . . হিন্দুরা শান্তির জন্য জিহাদীদের বিশেষ অধিকারও দিয়েছে. . . . 

 

হিন্দুরা শান্তির জন্য হজ যাত্রার জন্য সাবসিডিও দিয়েছে. . . . হিন্দুরা শান্তির জন্য ধারা ৩৭০ চালু করেছে. . . . এত কিছু করার পরও ওদের মন পাওয়া যায়নি আর ভবিষ্যতেও মন পাওয়া যাবে না, ওদের সবচেয়ে প্রিয় মসজিদ ওটাই যেটা ঐতিহাসিক রামমন্দির ভেঙ্গে তৈরী করা হয়েছিল. . .  

 

জিহাদীদের প্রিয় মাংস ওটাই যেটা হিন্দুদের কাছে গো-মাতা বলে পূজিত. . . আজকে ওরা যুক্তি দেয় যে গরু যদি তোমাদের মাতা হয় তাহলে রাস্তায় কেন ঘোরে? গরু কাটা আমাদের ধর্মে আছে. . . . 

 

কালকে বলবে তোমাদের মা-বোনেরা বিনা পর্দায় বের হয় কেন অশ্লীলতা করার অধিকার আমাদের আছে. . . . ওদের সমস্যা গরুতে নয়, ওদের সমস্যা আমাদের অস্তিত্বে. . . 

 

এই জন্য বলছি, অর্জুন আর সন্দেহ রেখে কোনো লাভ নেই, কৃষ্ণ ঘন্টার পর ঘন্টা জিহাদীদের সম্পর্কে আর ক্লাস করাবে না. . . 

 

২৫ বছর কাশ্মীরের পন্ডিতরা রিফিউজি ক্যাম্পে আছে তবুও আতঙ্কবাদী হয়নি. . . কাশ্মীরে জিহাদীদের সব দেওয়া হয়েছে তবুও ওরা আতঙ্কবাদী হয়ে ঘুরছে. . . 

 

গত বছর বন্যাতে জিহাদীদের প্রান রক্ষা করেছিল সেনারা আজ তারাই সেনাকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে. . . . এটাই হল আমাদের ধর্মের সংস্কারের সাথে ওদের ধর্মের পার্থক্য. . . . 

 

একটা যুগ ছিল যখন একজন চোরের অন্তিমযাত্রাতে মানুষ অংশ নিতে লজ্জা পেত, আর আজকে প্রকাশ্যে সবাই একজন আতঙ্কবাদীর অন্তিমযাত্রাতে অংশ নিচ্ছে. . . . 

 

বার্তা পরিস্কার যতই ওদের খুশী করার চেষ্টা করা হোক কেন ওরা ঠিক করেই নিয়েছে অন্য ধর্মের সাথে যুদ্ধ করার জন্য. . . . 

 

আমরা হিন্দুরা ওদের হজ যাত্রা করতে বাধা দিইনি অথচ ওরা আমাদের অমরনাথ যাত্রাতে বাধা দিয়েছে. . . . 

তবুও আজকে হিন্দু ধর্ম নিয়ে গর্ব করতে গেলে মানুষ আমাদের সাম্প্রদায়িক বলে তোপ দাগে. . . . .

কৃষ্ণ বাণী
কৃষ্ণ বাণী
কৃষ্ণ বাণী
কৃষ্ণ বাণী

কলমে সব্যসাচী ভট্টাচার্য্য