এখানেই প্রাচ্য ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি পার্থক্য: প্রকৃতিকে মাতৃরূপে দেখার শিক্ষা পেলে তাকে ভােগ্যবস্তু হিসাবে ব্যবহার করা যায় না।
এখানেই প্রাচ্য ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি পার্থক্য: প্রকৃতিকে মাতৃরূপে দেখার শিক্ষা পেলে তাকে ভােগ্যবস্তু হিসাবে ব্যবহার করা যায় না। হিন্দু দর্শনের বাণী, গীতা ও উপনিষদের উপদেশগুলিকে সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত করতেই তাকে ধর্মাচরণের অঙ্গ করা হয়। ধর্ম, হিন্দুদর্শন এবং সমাজের প্রধান যােগসূত্র। ধর্মাচরণের মধ্যেই এই মহান দর্শনের উপলব্ধি বাস্তবে প্রতিফলিত হয়েছে। ধর্মীয় অনুশাসনে হিন্দুর কর্ত্তব্য …