ইতিহসা

মহান ইতিহাস কাদেরকে মহান ( Great) বলে, আর কাদেরকে ছুড়ে ফেলে? -দুর্মর

ইতিহাস কাদেরকে মহান’ ( Great) বলে, আর কাদেরকে ছুড়ে ফেলে? এই পৃথিবীতে মানুষের ইতিহাস বহু বছরের পুরানো। তার বেশীর ভাগ লেখাই হয়নি। বহু ইতিহাস আজ বিস্মৃতির অতলে তলিয়ে গেছে। প্লেটোর “আটলান্টিসের” কোনো হদিশ হলোনা অথচ সেই নামে দুটো মহাসাগরের নাম ( উত্তর এবং দক্ষিন আটলান্টিক) হয়ে গেলো।

মিশরের সব পিরামিড কি মাত্র তিন হাজার বছর আগেকার ওই হিব্রু দের সমকালীন ফারাওদের তৈরী, না শুধু বড়ো ৩ টে বাদে অন্যান্য গুলো ??? আর বড়ো ৩ টে তৈরী হয়েছিলো ( The three great Pyramids) আরো কোন সুদুরে (সম্ভবত ‘শেষ বরফ যুগ’)

এর আগে—প্রায় ১২০০০ বছর আগে) ।। এমনি নানা হাজার প্রশ্ন এসে যায় মনে। আমাদের জানা ইতিহাসেই কতো অজানা তথ্য রয়ে গেছে,আর ঢুকে গেছে অনেক ইচ্ছা প্রনোদিত গল্প কথা। ১০০০০ শ্লোকের মহাভারত আজ ১ লক্ষ শ্লোকের হয়ে গেছে, বাল্মীকি রামায়ন কে বাদ দিয়ে আরো ৯ খানা রামায়ন তৈরী হয়েছে। সারা দুনিয়ায় বহু রাজা ,সম্রাট ধর্ম প্রচারক ছিলেন যারা ‘মহান’হিসাবে খ্যাতি পেয়ে গেছেন।

অন্য দেশ গুলোর সেই মহান দের কথা ছেড়ে দিলাম। আমি এবং আমার মতো অসংখ্য মানুষ বিগত প্রায় ১৫০ বছর ধরে ভারতের যে ইতিহাস পড়ে এসেছি তার কতোটুকু সত্যি আর কতূটুকু উদ্দ্যেশ্য প্রনোদিত ভুল ইতিহাস????? আমরা জানি না,খোজার চেষ্টাও করিনা। যা পড়ি বা শুনি সেটাকেই বিশ্বাস করি আর বাকি জীবনে সেই মিথ্যার ঝুড়ি গেয়ে বেড়াই—শিক্ষক হিসাবে অন্যদের শেখাই।

The three great Pyramids
The three great Pyramids

তাই বলে কি আমাদের বৈদিক সাহিত্যে যা আছে, রামায়ন, মহাভারত, পুরান এই সবই কি মিথ্যার ঝুলি? শ্রী রামচন্দ্র বলে কি কেউ ছিলেন না? তার দ্বারা তৈরী যা আমরা হিন্দুরা ‘রাম সেতু’ বলে জানি, সেটা কি হিন্দুদের কল্প কাহিনী। সেই সেতুর কথা কল্প কাহিনী বলে ধরে নিয়ে সেই প্রচীন ঐতিহ্যকে কেটে জাহাজ যাবার রাস্তা করতে হবে? যারা এটা করতে উদ্যোগী হয়েছিলেন সেই কংগ্রেস সভাপতি আজ কোথায়? তামিলনাডুর মুখ্যমন্ত্রী আজ কোথায়।

একজন চলে গেছেন, অন্য জন ও একদিন যাবেন। কিন্তু ‘রাম সেতু’ থাকবে। জাপান থেকে তিন তিনটে সমুদ্র খনন করার যন্ত্র এনে কি হলো??? অই সমুদ্রের তলায় ডুবেই তো গেলো, কিন্তু ‘রাম সেতু’ আজো রইলো।

শ্রীকৃষ্ণকে নানা আকথা কু কথা বলে গাল পাড়া হলো এবং এখনো হচ্ছে, নানা মহলে। দুটো ‘সিমেটিক ধর্মের’ ধ্বজাধারীরা এবং বাম পন্থীরা সেই কবে থেকে তো তারস্বরে বলেই যাচ্ছে শ্রী কৃষ্ণের বিরুদ্ধে। তাই এই যে ক্যাম্বে উপসাগরে এক ৩ মাইল চওড়া ৭ মাইল লম্বা কয়েক হাজার বছর আগের এক শহরের অস্তিত্ব খুজে পাওয়া গেলো স্যাটেলাইট ইমেজ এবং ডুবুরীদের প্রচেষ্টায়, তার কি হবে?????

সাম্প্রতিক লেখা প্রায় সব ইতিহাস তো হিন্দুদের সবইতিহাসকে বলে কল্প কাহিনী। তা বটে।। ক্যমুনিজম কতো ভালো মতবাদ??? সারা পৃথিবীতে অশান্তি ছড়িয়ে চলেছে কোন শান্তির ধর্মের পথিক রা???? এসব প্রশ্নের কোনো উত্তর কি কেউ কোনোদিন করবে না, না সব চুপচাপ শ্য করে যাবে। এতে কি মানব জাতির উন্নতি হবে????

প্রবাদ বাক্যে আছে “গাছ তোমার নাম পরিচয় কি?” গাছ উত্তর দেয় “ফলেন পরিচয়তে”। আমার ফল দেখো, আমার পরিচয় পাও। ক্যমুনিষ্ট মতবাদ সারা বিশ্বে কি ফল দিয়েছে ? দিয়েছে স্ট্যালিন, যে তার নেতৃত্ব কালীন সময়ে প্রায় ৩০ মিলিয়ন (তিন কোটি) নিজে দেশের মানুষকে সাইবেরিয়ার অসংখ্য ‘গুলাগ’ অত্যচার কেন্দ্রে পাঠিয়ে অত্যাচার করেছে,মেরেছে।

(Please read- “Gulag archipelago” written by Nobel laureate ‘Alexander Solzetsin’ এবং History’s Monsters, written by Simon Sebag Montefiore. সব সত্য যাচাই করতে পারবেন। )

এলবামে “ কম্বোডিয়ার রাজধানী ‘নম পেন’ শহরের মধ্যখানে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এনে কি ভাবে ক্যমুনিষ্ট বিরোধি মানুষ কে অমানুষিক ভাবে অত্যচার করা হয়েছে আর তার পর নম পেন শহর থেকে ৪ কি মি দূরে এক বিশাল নির্জন জায়গায় এনে নির্বিচারে হত্যা করা হয়েছে, ৩-৪ বছরের শিশুও সাচ্চা ক্যমুনিষ্ট ‘পল পটের’ হাত থেকে রেহাই পায়নি। আমি নিজে কম্বোডিয়া ৪ বার ঘুরে ঘুরে সেই ছবি তুলে এনেছি)।

শান্তির ধর্মের পুজারীদের কথা আর নাই বা বললাম। বেশী লিখলে এই বয়ষে আমার স্থান হবে জেলে বা কেউ এসে আমার গলার নলী টাই কেটে দেবে।। আজ কাগজেই দেখলাম ইরাকের ‘মসুল’শহরে র পাশে গিরিখাদে মিলেছে ৪০০০ মানুষের কংকাল। এদের শেষকৃত্য ও করা হয়নি। ‘শান্তির ধর্ম’ এর নামেই তো এটা করা হয়েছে? সেই ফলেন পরিচয়তে।। এই সব মত এবং পথের প্রবক্তারা সবাই কিন্তু “মহান” বলে ইতিহাসে জগত্বিখ্যাত।।  

লেখক-  মৃনাল কান্তি দেবনাথ কলকাতা।